সাত বছর পর গেমিং কনসোল আনলো মাইক্রোসফট

১১ নভেম্বর, ২০২০ ০৮:০৮  
মহামারীতে গেমিংয়ে খরচ বাড়িয়েছে গ্রাহকেরা। সেই সুযোগে বাজার শেয়ার বাড়াতে নতুন এক্সবক্স বাজারে এনেছে মাইক্রোসফট। পুরানো গেমিং কনসোল উন্মোচনের দীর্ঘ সাত বছর পর মঙ্গলবার নতুন গেমিং কনসোলের দুইটি মডেল উন্মোচন করেছে। এবারই প্রথম বিশ্বজুড়ে একই দিনে গেমিং কনেসোল বাজারে ছাড়লো সফটওয়্যার জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। এরমধ্যে এক্সবক্স সিরিজ এক্স মডেলটিকে “বিশ্বের সবচেয়ে শক্তিশালী কনসোল” হিসেবে বর্ণনা করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। দাম ধরেছে ৪৯৯.৯৯ মার্কিন ডলার। আর এক্সবক্স সিরিজ এস-এর বাজার মূল্য ধরা হয়েছে ২৯৯.৯৯ ডলার।